তাকিউদ্দিন আহমদ ইবনে তাইমিয়া। জন্ম হাররান শহরে, যা এখন তুরষ্কের অন্তর্ভুক্ত।
পূর্ণ নাম: তাকিউদ্দিন আবুল আব্বাস ইবনে আবদুল হালিম ইবনে আবদুস সালাম ইবনে তাইমিয়া আল হারানি।
তিনি ছিলেন একজন ইসলামি পন্ডিত, ধর্মতাত্ত্বিক ও যুক্তিবিদ। মঙ্গোল আক্রমণের সময় তিনি জীবিত ছিলেন। তিনি তাতারীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং জয়লাভ ও করেছেন।
তিনি ইসলামি আইনের ক্ষেত্রে হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন। ইবনে কুদামার পাশাপাশি তার অনুসারীরা তাকে হাম্বলি মাজহাবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা হিসেবে গণ্য করে।