তিনি ইমাম, মুজাহিদ, হাম্বলী আলিম.
তার জন্ম কিংবা শৈশব সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন এবং সেখানেই লালিত পালিত হন।
বিদ্বানগণের মধ্যে ছাড়াও জনসাধারনের মধ্যে তার বেশ খ্যাতি ছড়িয়ে পড়ে। অধিকন্তু আল-বারবাহারী। আহলে সুন্নাহ ওয়াল জামা’আতের ইমাম আহমাদ ইবনু হাম্বল (র) এর একদল সঙ্গীগণের দারসে বসেন।
তিনি তাদের নিকটে পড়াশােনা করেন, যাদের বেশির ভাগই বাগদাদী ছিলেন। আল-বারবাহারী এমন এক পরিবেশে বেড়ে উঠেছিলেন।
যেখানে জ্ঞান এবং সুন্নাহর ব্যাপক চর্চা হচ্ছিল। যা তার ব্যক্তিত্বের উপর বিশাল প্রভাব ফেলেছিল।