সিরিয়ান বংশোদ্ভূত প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ ১৯৬০ সালে সিরিয়ার আলেপ্পোতে ফিলিস্তিনী শরণার্থী হিসাবে জন্মগ্রহণ করেন।
পরবর্তী পরিবারের সাথে সঊদী আরবে আসেন এবং রাজধানী রিয়াদে বেড়ে উঠেন।
শায়খ বিন বায ও ইবনুল ঊসায়মীনের এই সুযোগ্য ছাত্র মুসলিম দুনিয়ায় সাড়া ফেলেছেন
মূলত তাঁর পরিচালিত জনপ্রিয় ফৎওয়া ওয়েবসাইট ‘ইসলামকিউএ.ইনফো’ (IslamQA.info) -এর মাধ্যমে।
১৯৯৭ সালে তিনি স্বতন্ত্রভাবে ফৎওয়াভিত্তিক এই ওয়েবসাইটটি চালু করেন, যা আরবী, ইংরেজী, বাংলাস উর্দূসহ ১৬টি ভাষায় বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। সালাফী মানহাজ অনুযায়ী পরিচালিত এই ওয়েবসাইটট পবিত্র কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক
সমকালীন জিজ্ঞাসার জবাবে এক যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে।
ফালিল্লাহিল হামদ।