আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা বিষয়ক সালাফি বই বা কিতাব পেতে Tazeem.shop -এ ভিজিট করুন।
আত্মশুদ্ধি শব্দের অর্থ হল, নিজের আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করা। আল্লাহ তা’আলা মানব জাতিকে দেহ ও আত্মা এ দু’য়ের সমন্বয়ে সৃষ্টি করেছেন। দেহের রয়েছে দুটি অবস্থা : সুস্থতা ও অসুস্থতা। ঠিক তেমনি আত্মারও রয়েছে সুস্থতা ও অসুস্থাতা। দেহ অসুস্থ হলে যেমনি চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা চালাতে হয়, তেমনিভাবে আত্মা রোগাক্রান্ত হলে আত্মিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ বা শুদ্ধ করে তুলতে হয়। আর একেই বলে আত্মশুদ্ধি বা তাযকিয়াতুন নাফস।

আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা - এর অন্যান্য বইসমূহ