প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

কতো যুবক যুবতি আছে অকালে ঝরে যায়, জাহালতের অতল গহ্বরে হারিয়ে ফেলে নিজের ঈমান,
চলতে থাকে ফ্রি মিক্সিন নামক জিনা-ব্যাভিচারের আড্ডা মহলে। আবার কতো তরুন প্রজন্ম জেগে উঠে তাওহীদি বসন্তে। তাদের হৃদয়ে থাকে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা।
থাকে তেজদ্বীপ্ত ঈমানের পূর্ণ স্বাদ। কি ভাবছেন…? এই স্বাদ এমনি এমনিই তারা পেয়েছে?
না তারা শত ত্যাগ ও ঈমানদ্বীপ্ত পরিক্ষা পেরিয়ে বুঝতে শিখেছে দ্বীন চিনেছে তাঁর রব’কে,
উপলব্ধি করছে রাসুলের প্রতি ভালোবাসা। আর তাদের এই পথে ফেরার গল্পগুলো নিয়ে সাজানো হয়েছে “প্রত্যাবর্তন” নামক ক্যাটাগরি।

প্রত্যাবর্তন - এর অন্যান্য বইসমূহ