Description
বইটির সাজানো হয়েছে একেবারে সহজ নিয়মে, যেমন প্রথমে ছোট্ট ছোট্ট শব্দের দ্বারা আরবী ভাষার সাথে পরিচিত করে তোলা। তারপর কিছু অধ্যায় পরে নিয়ে আসা হয়েছে ফেলের ব্যবহার অর্থাৎ ব্যাকরণ যাতে ধীরে ধীরে গ্রামারের সাথেও পরিচিত করে তোলা হয়েছে। এইভাবে নাহু সরফ (আরবী গ্রামার/ব্যকরণে দুটি ভাগ) এর সাথে পাঠককে শেখানো হয়েছে। এই বইটি মূলত সিলেবাস ভিত্তিক সাজানো হয়েছে। সুতরাং এই বইটি শেষ করার পর সিলেবাস অনুযায়ী লেখকের এসো নাহব শিখি এবং এসো ছারফ শিখি বই দুটি পড়তে হবে।
এছাড়াও ‘সহজ ব্যবহারিক নাহু (১ম ও ২য় খণ্ড)’ এবং ‘সহজ ব্যবহারিক সরফ (১ম ও ২য় খণ্ড)’ বইগুলোও পড়া যেতে পারে।
Mr Salafi –