১। সবকিছুর উর্ধ্বে কুরআন সুন্নাহর দাওয়াতই অগ্রগণ্য। মাযহাব, মাদখালী, দল, সম্প্রদায় বা গোষ্ঠী নয়। ২। কুরআন- হাদীছের ব্যাপারে শুধু সালাফদের ব্যাখ্যাই গৃহিত হবে। আর কর্ম হবে সালাফী মানহাজ অনুসারে। ৩। তাক্বলীদ (দলীল বিহীন অনুসরণ) এর পরিবর্তে ইত্তেবা (দলীলের অনুসরণ), বিদ‘আতের পরিবর্তে সুন্নাহ গ্রহণ করা। ৪। মুজতাহিদ ইমামদের সমালোচনা বর্জন করা, তবে কারো ভুল হলে ভুলের সমালোচনা করা হবে যেন তা বর্জন করা যায়। ৫। কোন মুসলিমের সমালোচনা নয়, কর্মের সমালোচনা করা। ৬। ছহীহ আক্বীদার ভাইদের মধ্যে ভাতৃত্বের বন্ধন গড়ে তোলা। আর ফিক্বহী বিষয়ে মতানৈক্য মেনে নেয়া। ৭। ফাসাদ (ঝগড়া-বিবাদ) পরিত্যাগ করা, আর ইসলাহ (সংশোধন) করা। ৮. সৎকাজে সহযোগিতা ও প্রতিযোগিতা করা, অসৎকাজে বিরোধীতা করা। ৯। সর্বদাই জাহিলিয়্যাত বর্জন করা, হোক তা রাজনীতি, অর্থনীতি, বিচার, আইন বা সামাজ সংশ্লিষ্ট। ১০। দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দান। ১১। আংশিক নয়, পূর্ণ দীন প্রচার করা।