আব্দুল হামীদ ফাইযী (ষুম্মা) মাদানী ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউশ গ্রাম থানার অন্তর্গত আলেফ নগর গ্রামে ১৯৬৫ সালে লেখকের জন্ম।
হাতে-খড়ি গ্রামের মক্তব থেকেই। বাংলা লেখাপড়া আউশ গ্রাম হাই স্কুলে। আরবী শিক্ষার প্রাথমিক মাদ্রাসা হল, পুবার ইসলামিয়া নিযামিয়া মাদ্রাসা। এখানকার আদর্শ ওস্তায ছিলেন মুহতারাম মওলানা নাজমে আলম শামসী সাহেব। হাফিযাহুল্লাহ। মাধ্যমিক বিভাগের পড়াশোনা হয় বীরভূম জেলার মহিষাডহরীর জামেআ রিয়াযুল উলূমে। এখানকার আদর্শ ওস্তায ছিলেন শাইখুল হাদীস মুহতারাম মওলানা আব্দুর রউফ শামীম সাহেব। হাফিযাহুল্লাহ উচ্চ বিভাগের পড়াশোনার জন্য তিনি সফর করেন উত্তর প্রদেশের প্রসিদ্ধ শিক্ষা-প্রতিষ্ঠান জামেআ ফাইযে আম। এখানে তাঁর আদর্শ ওস্তায ছিলেন মুহতারাম মওলানা হাফেয নিসার আহমদ আ’যমী সাহেব। হাফিযাহুল্লাহ। ফাইয আম থেকে তিনি স্কলারশিপ নিয়ে সউদী আরবে মদীনা নববিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সউদী সরকারের খরচে পড়াশোনা করে কৃতিত্বের সাথে ‘লেসান্স’ ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি সউদিয়াতেই আল-মাজমাআহ শহরে ইসলামিক সেন্টারেদাওয়াত ও তবলীগের কাজে নিযুক্ত আছেন।