Placeholder

সানাউল্লাহ নজির আহমদ

শাইখ সানাউল্লাহ নজির আহমদ, বাংলা ভাষার দা‘ঈ। বাংলাদেশে বেসরকারী কাওমী মাদরাসায় লেখাপড়া করেন।
তারপর ভারতস্থ দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করেন। আল-মুন্তাদা আল-ইসলামী এর বাংলাদেশ শাখার সাথে কাজ করেন।
তিনি ইসলাম হাউজ.কম বাংলা বিভাগের সাথে প্রথম থেকেই জড়িত। আকীদা ও ফিরাকের অনেক গ্রন্থ অনুবাদ করেছেন।
আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখাও রয়েছে তাঁর। সতর্কতা: সালাফি আলেমদের সম্পাদিত বই ছাড়া উনার বই না ক্রয় করাই শ্রেয়। যদিও আমাদের কাছে উনার অন্য বইগুলো নেই যা সালাফি আলেমদের দ্বারা সম্পাদিত হয়নি।

সানাউল্লাহ নজির আহমদ - এর অন্যান্য বইসমূহ